শিমুল হাছান :
ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের উপাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু, সহ-সভাপতি কাজল পাটওয়ারী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন পাটওয়ারী ফরহাদ, জাকির মিজি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম গাজী, সদস্য কামরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য কাউছার আহাম্মেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি প্রমুখ।
এর আগে ওয়ার্ড বিএনপির সম্মেলনকে ঘিরে ব্যানারে নাম লেখাকে কেন্দ্র করে হট্টগোল হয়ে সভা সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। পরে পুনরায় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল ১নং ওয়ার্ড বিএনপির ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম শিপন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী নির্বাচিত হয়।