নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার ৭টি পৌরসভার সকল কাউন্সিলর ও সংরক্ষিত আসনের (মহিলা) কাউন্সিলরকে একযোগে অপসারণ করা হয়েছে। দেশের অন্যান্য পৌরসভার কাউন্সিলরদের সাথে তাদেরকে অপসারণ করা হয়। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এর আগে এসব পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, ’এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে অত্যাশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভাসমূহের সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো’।
চাঁদপুরের যে ৭টি পৌরসভার সকল কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে সেগুলো হচ্ছে : চাঁদপুর পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, শাহরাস্তি পৌরসভা, কচুয়া পৌরসভা, মতলব পৌরসভা, ছেংগারচর পৌরসভা, ফরিদগঞ্জ পৌরসভা।
এছাড়া মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় আগে থেকেই প্রশাসক রয়েছে। এখন পর্যন্ত ওই পৌরসভার নির্বাচন না হওয়ায় সেখানে কোনো নির্বাচিত কাউন্সিলর নেই। অন্যদিকে চাঁদপুর জেলার মধ্যে একমাত্র হাইমচর উপজেলায় পৌরসভা নেই।