নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল ও বিজিডি চাল, টিসিবির চাল, ডাল, তেল ও চিনি জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০ পিচ ককটেল, সরকারি ২২০ পিচ কম্বল, বিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে সেনাবাহিনীর সার্জন সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বশ্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক থাকায় ও মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।