শরীফুল ইসলাম :
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় চাঁদপুরে গ্রেফতার আতঙ্কে রয়েছেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। অনেকে গা-ঢাকা দিয়ে রয়েছেন। কেউ কেউ বাড়ি ছেড়েছেন। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সহিংসতার ঘটনায় চাঁদপুরের তিনটি থানায় বিশেষ ক্ষমতা, জনসাধারণকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৫৬ জন আসামি। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।
শুক্রবার রাতে এসব তথ্য জানান চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।
জেলা পুলিশের তথ্য সূত্রে, ২১ জুলাই থেকে আজ দুপুর পর্যন্ত সহিংসতার ঘটনায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ থানা, শাহরাস্তি থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর, মতলব দক্ষিণ থানা, কচুয়া থানায় বিএনপি-জামায়াতের মোট ৫৬জন আসামিকে গ্রেফতার করা হয়।