নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে ডাকাত সন্দেহে ৯জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ৩টায় ডাকাত সন্দেহে যাত্রীবাহী একটি গাড়ি জনতা আটক করে। গাড়িতে থাকা ৯জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাদেরকে ডাকাত বলে সন্দেহ করে স্থানীয়রা। এসময় টহলরত পুলিশ ও সেনাবাহিনী এ ঘটনা দেখে গাড়িসহ ৯জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের ৫৪ ধারায় কোর্টে চালান দেওয়া হয়।
আটককৃতরা হলো : চাঁদপুর সদর থানার আশিকাটি গ্রামের মোঃ এয়াকুব আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২২), মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামের মাজহার খানের ছেলে ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপর্দী গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার লাহাপাড়া গ্রামের আমিনউদ্দিনের ছেলে আশিক (২৪), মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি গ্রামের কামালের ছেলে জামাল প্রধান, মতলব উত্তর উপজেলার মোস্তাকপুর গ্রামের বাবুল মুন্সীর ছেলে সাইফুদ্দিন, দাউদকান্দি উপজেলার বিন্ডিশর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস, দাউদকান্দি উপজেলার মাইথার দিয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সোহাগ, চাঁদপুর সদর উপজেলার দাসদী গ্রামের বাবুল মিয়ার ছেলে আল-আমিন।