চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের মেহের বাড়িতে এ ঘটনা ঘটে আবদুল্লাহ ওই বাড়ির মো: ফয়সাল হোসেনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ ঘরেই খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুুজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক ফাঁকে শিশুটি পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়। মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন মারা যাওয়া শিশুর স্বজন আরশাদ হোসেন।

 

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)