চাঁদপুরে বসতঘর পুড়ে ছাই

খালেকুজ্জামান শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে দ্বাদশ গ্রাম ইউনিয়নের ইছাপুররা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের বকাউল বাড়ির গফুরের ছেলে সফিকুর রহমানের বসত করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিভাতে না পেরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরের মালিক সফিকুর রহমান জানান, গত ছয় মাস আগে ধার দেনা করে ঘরটি বানিয়েছি। ভাগ্যের কি নির্মম পরিহাস বৈদ্যুতিক শট সার্কিটে আমার ঘরটি আগুনে পুড়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আগুনে ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সাহায্য প্রদান করা হবে।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)