খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জে গোসলখানায় বালতির পানিতে ডুবে মুনতাহা আক্তার নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের বিনা গাজী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. রিয়াদ পাটওয়ারীর সন্তান।
স্থানীয়রা জানায়, বিকেলে শিশু মুনতাহা আক্তারকে নিজ বসতঘরের পাশে গোসলখানার বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে গোসলখানায় চলে যায়। এসময় গোসলখানায় রাখা বালতির পানি নিয়ে খেলাধুলা কিংবা পানি খেতে গিয়ে শিশুটি বালতিতে উপুড় হয়ে পড়ে পানিতে ডুবে মারা যায়।
বালতির পানিতে ডুবে শিশু মুনতাহা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মহিউদ্দিন পাঠান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স এক বছর তিন দিন।