খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জের বাকিলায় বাস চাপায় নাইম হোসেন (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নাইম হোসেন চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর মনু গাজীর ছেলে। স্ত্রী সুমিকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে শহরে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি চাঁদপুর সরকারি কলেজের সোস্যাল সাইন্স অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী টিটু জানান, বাকিলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দক্ষিণ পাশে একটি তুলাবাহী ট্রাক পার্কিং করা ছিল। ট্রাকের পিছনে নাইম মোটরসাইকেল নিয়ে ওভারটেকিং করার সময় তার সামনে হঠাৎ করে একটি কুকুর দৌঁড় দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিক কুমিল্লাগামী বিপরীত দিক থেকে আসা আইদি পরিবহনের (কুমিল্লা-ব-১১-০৩১৯) বাসটি ঘটনাস্থল অতিক্রমকালে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন নাইম।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসে দেখি একজনের লাশ সড়কের উপর পড়ে আছে। এ সময় স্থানীয়রা আইদি পরিবহনের বাসটি ও নিহতের মোটরসাইকেলটিকে জব্দ করে স্থানীয়রা।
নিহতের পরিবারের সদস্য সুমন জানান, নাইম সকালে স্ত্রী সুমিকে নিয়ে হাজীগঞ্জের কাঠালি আসে। স্ত্রীকে তার তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
লাশের সুরতহাল তৈরী করা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীমা আক্তার জানান, আমরা লাশ উদ্ধারসহ গাড়িটিকে জব্দ করেছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত দেওয়া হচ্ছে। অনুমোদন পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।