শরীফুল ইসলাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল (৩৫) ও রাজিব (৩২) ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, দুই ভাই বাড়িতে নতুন বাড়ির জন্য নির্মাণ সামগ্রী আনেন। ঘটনার দিন মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালনের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও রাজিবকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। তবে আলাদা করে কেউ অভিযোগ করেনি। পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে দেখা হবে।