চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরীর মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরী ফাহিমা আক্তার (১২) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর।

নিহত কিশোরী ফাহিমা আক্তার হাজীগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার আবুল কালামের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বজনরা জানান, গেলো ২৪ জুন সোমবার দুপুরে প্রফেসর পাড়া ছানা ডাক্তারের ৩য় তলা ভবনের ৩য় তলার উত্তর পাশের ফ্লোরের পূর্ব পাশের রুমে ডিস লাইনে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিকটিমকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)