চাঁদপুরে মাদক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

 

শিমুল হাছান :
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মাসুদ মিজিকে মাদক মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ৩ জুলাই গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশে এসআই ইসমাইল, এএসআই অলিউল্লাহ, জুমায়েত, সাদ্দাম, কাউছার সঙ্গীয় ফোর্সসহ মাসুদ মেম্বারের বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতারকৃত মাসুদ মিজি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ আগস্টে ৫০ পিস ইয়াবাসহ মাসুদ মিজিকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর মাদক মামলায় দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এই মামলায় আদালতে সঠিক সময়ে হাজিরা না দেওয়ায় তাকে আট করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, ইউপি সদস্য মাসুদকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)