চাঁদপুরে সহিংসতায় রক্ষা পায়নি আঞ্মাুনের অফিসও : কাফনের কাপড় লুট!

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ভাংচুর ও লুটপাট থেকে রক্ষা পায়নি চাঁদপুর আঞ্জুমানে খাদেমুল ইনসানের অফিস। ওইদিন যারা সহিংসতা করেছে তারা আঞ্জুমানের অফিসের বিভিন্ন দরজা, জানালা এবং ভেতরের থাকা চেয়ার-টেবিল ব্যাপক ভাংচুর করে। এসময় তারা অফিসে থাকা ২১ থান কাফনের কাপড় লুট করে নিয়ে যায় বলে অফিসের লোকজন জানিয়েছেন।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর আঞ্জুমানে খাদেমুল ইনসানের পক্ষ থেকে বিভিন্ন মানুষের সাহায্য-সহযোগিতায় চাঁদপুরের বিভিন্ন বেওয়ারিশ লাশের দাফন কাফনসহ গরীব অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন প্রদান করে আসছে। করোনাকারীন সময়েও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সুরক্ষায়, মাস্ক, হেক্সিসল বিতরণ, অক্সিজেন সেবাসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন এই আঞ্জুমানে খাদেমুল ইনসান। স্বেচ্ছাসেবী হিসেবে আঞ্জুমানের এসব মানব সেবা করার জন্য চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট পৌর কবরস্থানের অভিমুখে মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় একটি অফিসে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)