চাঁদপুরে সহিংসতার মামলায় গ্রেপ্তার বেড়ে ৭৬

 

শরীফুল ইসলাম :
কোটা সংস্কার আন্দোলনে চাঁদপুরে সহিংসতার ঘটনায় ৭ মামলায় এ পর্যন্ত ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় এক জনকে গ্রেপ্তার করে। ওই আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা যায়, ২১ জুলাই থেকে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ থানা, শাহরাস্তি থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা ও কচুয়া থানা তাদের গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)