খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে নির্ঘুম রাত পার করছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাতে উপজেলার কালচোঁ, সদর ইউনিয়ন ও পৌরসভার ৫, ৭, ৯, ১০ ও ১১নং ওয়ার্ডে ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। ওইসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে স্থানীয়রা চারজনকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মোশারফ হোসেন জানান, রাতে হঠাৎ করে ডাক চিৎকার শুরু হয় ডাকাত আসছে বলে। এর পর থেকে সারারাত না ঘুমিয়ে পাহারা দিচ্ছি।
রান্ধুনীমূড়া গ্রামের মেহরাজ শরীফ জানান, চারদিকে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই রাত জেগে পাহারায় আছি। যাতে কারোর জানমালের ক্ষতি না হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।
গেল ৬ আগস্ট থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। সেই থেকেই জনমনে আতঙ্ক বিরাজ করছে, নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, সেনাবাহিনীর সদস্যরা হাজীগঞ্জে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পরপর টহলে যাচ্ছেন সেনাবাহিনী। আসা করছি খুব শীঘ্রই এই আতঙ্ক কাটিয়ে উঠবে সাধারণ মানুষ।