নিজস্ব প্রতিনিধি :
শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া বাজারে কচুয়া রোডের মুখে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। পরে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মৃদুল কান্তি ঘোষ (৫৫) কুমিল্লার কোতোয়ালি থানার জাকুনিপাড়া গ্রামের ঘোষ বাড়ির মৃত অধীর চন্দ্র ঘোষের পুত্র।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত মৃদুল কান্তি ঘোষ দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।