নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি নির্বাচনের দাবিতে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন। বৃহস্পতিবার বিকেলে ৩৬টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নটমঞ্চের সভাপতি পি এম বিল্লাল, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দীলিপ ঘোষ, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহ-সভাপতি স্বজন সাহা, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব মুহাম্মদ আলমগীর, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি, শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার, সংগীত শিল্পী বীরেন সাহা।
স্মারকলিপিতে যথাক্রমে স্বাক্ষর করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বর্ণমালা থিয়েটারের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার ও সাধারণ সম্পাদক মানছুরা আক্তার, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. জুয়েল হোসেন, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ আল মামুন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মুক্তা পীযূষ, খেলাঘর আসর চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ আহমেদ, বাউল শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি গনেশ চন্দ্র দাস, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব মো. আলমগীর হোসেন, থিয়েটার ফোরাম চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক শুকদেব রায়, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, চর্যাপদ একডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ মনোজ আচার্যী, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপম সেন গুপ্ত, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, রঙ্গের ঢোলের ব্যান্ড লিডার শুভ্র রক্ষিত, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ রফিক আহম্মেদ মিন্টু, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, নটমঞ্চের সভাপতি পি এম বিল্লাল, শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক শৈবাল মজুমদার, মেঘনা থিয়েটারের সভাপতি মো. তবিবুর রহমান রিংকু ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ডাক্তার, সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সভাপতি কৃষ্ণা সাহা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, বাঙ্গালী সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলার চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, মৃদঙ্গের পরিচালক পরিমল দাস নুপুর, চাঁদপুর ড্রামার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম রনি, নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকার, অনন্যা নাট্যগোষ্ঠীর আহবায়ক চন্দন সরকার, চারুকার্যের অধ্যক্ষ অজিত দত্ত, দীপ্ত বাংলার সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, সপ্তসুর সংগীত একাডেমি এবং নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।
স্মারকলিপিটি জেলা প্রশাসক গ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও উজ্জীবিত করতে ও শিল্পকলা একাডেমিকে জনসম্পৃক্ত করতে জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।