শাওন পাটওয়ারী :
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুরানবাজারে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা (জিআর ৭২১/২০১৮) থেকে খালাস পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের ৩৯জন নেতা-কর্মী। মঙ্গলবার সকালে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্টেট শহিদুল আমিন আসামীদের খালাসের রায় প্রদান করেন।
জানা যায়, ২০১৮ সালে পুরান বাজারের মধ্যে শ্রীরামদী এলাকায় মারামারির ঘটনায় আওয়ামী লীগ নেতা সিডু দেওয়ান বাদী হয়ে শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্টেট সকল আসামিদের এই মামলা থেকে খালাস প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম ও অ্যাড. জাবির হোসেন।