নিজস্ব প্রতিবেদক :
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরে বিজয় উল্লাস করে সর্বস্তরের মানুষ। এই সুযোগ কাজে লাগায় কিছু দুষ্টু প্রকৃতির লোক। তারই অশং হিসেবে চাঁদপুরের নৌ-থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এক সপ্তাহ পরে থানা মেরামত কাজ শুরু হয়েছে।
রোববার (১১ আগস্ট) সন্ধ্যার পরে মাদ্রাসা রোড লঞ্চঘাটে গিয়ে দেখাগেছে পুড়িয়ে দেয়া নৌ-থানা মেরামতের কাজ করছেন মিস্ত্রিরা। আগুন দেয়ার পরে থানার টিনের চাল ও ফিলার থাকলেও বাকী সব পুড়ে যায়। অবশিষ্ট অংশ থেকেই এখন মেরামত কাজ শুরু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমাদের কার্যক্রম শুরু করার জন্য মেরামত কাজ করতেই হবে। যে কারণে দিন ও রাতে মেরামত কাজ চলছে।
৫ আগস্ট সকালে শেখ হাসিনা পদত্যাগ করবেন এমন আভাস পেয়ে থানার ওসি ও কর্মকর্তারা প্রাণে বাঁচতে থানা ত্যাগ করে নিরাপদে চলে যান। ওই দিন সন্ধ্যায় থানার আশপাশের এলাকার দীর্ঘ দিনের ক্ষুব্ধ জেলেরা আগুন দিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। এরপর ৬ আগস্ট সকালে গিয়ে থানায় এলাকায় দেখাগেছে লঞ্চঘাটের সাথে বেধেঁ রাখা অভিযানে জব্দ জেলে নৌকা ও ট্রলার লুট করে নিয়ে যাচ্ছে।