মোঃ আল আমিন হোসেন :
’সকলে মিলে আমরা ফরিদগঞ্জকে আধুনিক হিসেবে গড়ে তুলবো’ মন্তব্য করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের পুনঃনির্বাচিত সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেন, উন্নয়নের পাশাপাশি মাদক ও কিশোরগ্যাংমুক্ত করা আমার অন্যতম লক্ষ্য। আমার কাছে তথ্য রয়েছে কে বা কারা এসব প্রশ্রয় বা আশ্রয় দিচ্ছেন। আমি কোন বাধা মানবো না, আমি ইতিমধ্যেই ফরিদগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছি।
তিনি বলেন, যেভাবেই হউক মাদকমুক্ত ফরিদগঞ্জ গড়তে হবে। একই সাথে কিশোরগ্যাং বন্ধ করতে হবে। প্রয়োজনে আমাদের লোকজন তাদের ধরে এনে পুলিশের হাতে তুলে দিবে। পুলিশকেও সঠিক দায়িত্ব পালন করতে হবে। যাতে কোনভাবেই এসব অপরাধী ছাড়া না পায়। আমরা স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে কাজ করে চলেছি। আমার সাথে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার এবং পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী রয়েছেন। এছাড়া ইউপি চেয়ারম্যানবৃন্দ তো রয়েছেনই। সকলে মিলেই আমরা ফরিদগঞ্জকে আধুনিক হিসেবে গড়ে তুলবো।
মঙ্গলবার (৯ জুলাই) পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মেয়র আবুল খায়ের পাটওয়ারীর আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের সংবর্ধনা অনুষ্ঠানে এসকল কথা বলেন তিনি।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন পাটওয়ারী, জাহাঙ্গীর পলোয়ান, নজরুল ইসলাম সুমন, আ. সাত্তার পাটওয়ারী, পুতুল সরকার, জানিবুল জুয়েল, মাজহারুল ইসলাম নিরু প্রমুখ।