ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

  • শরীফুল ইসলাম 
ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, চাঁদপুর সদরের হরিণা এলাকার মাঝামাঝি স্থানে। নিহত ও আহতরা সবাই এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের যাত্রী। দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাট নৌ টার্মিনালে আনা হয়।
এ বিষয়ে শুক্রবার দুপুরে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।
চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। ঘন কুয়াশার মধ্যে রাত ১টা ৩৮ মিনিটে মেঘনা নদীতে লঞ্চ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনায় নিহত চারজন হলেন— ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আবদুল গনি (৩৮), একই এলাকার কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া এলাকার মো. মিলনের স্ত্রী মোসা. রিনা (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।
আহত তিনজন হলেন— লালমোহন উপজেলার মতলব ব্যাপারীর ছেলে মো. শাহাদত, আবদুল আজিজের ছেলে মোহাম্মদ মিনা (৪৫) এবং চরফ্যাশন উপজেলার মো. হানিফের স্ত্রী মোসা. রহিমা (৪৫)। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি ঢাকার সদরঘাট নৌ টার্মিনালে পৌঁছায়। এ সময় সদরঘাট নৌ থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করে। অন্যদিকে এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি সকাল ৯টা ১৫ মিনিটে ঝালকাঠি নৌঘাটে পৌঁছালে লঞ্চটির চারজন কর্মীকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
শেয়ার করুন