- নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য ৩০০ সংসদীয় আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ মোট ৬৯জনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।