ড্যাফোডিল কম্পিউটার্সের ২৮তম এজিএম ও ৩য় ইজিএম

 

 

দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এর ২৮তম এজিএম সোমবার সকালে হাইব্রিড প্লাটফরমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এর চেয়ারপারসন শাহানা খান সভাপতিত্ব করেন এবং ব্যবস্থাপনা পরিচালক ২০২৪-২০২৫ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এর ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরবৃন্দ ও কোম্পানী সেক্রেটারীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সরাসরি ও অনল্ইানে অংশগ্রহণ করেন। সভায় শেয়ার হোল্ডারগণ নো-ডিভিডেন্ড সহ ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের হিসাব  অনুমোদন করেন। আগামী অর্থ বছরে আরও ভাল ব্যবসা করার আশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষনা করেন এবং ৩য়  ইজিএম একই দিন সোমবার সকাল ১১টায় হাইব্রিড প্লাটফরমে অনুষ্ঠিত হয়।

সভায় ক্রিয়েটিভ ইন্টানেশানাল থেকে নেওয়া ৪৯,০৩,৫০,০০০ টাকা লোনের বিপরীতে ১৫ টাকা দরে ৩,২৬,৯০,০০০ শেয়ার ইস্যুর এজেন্ডাটি ১০০% ভোটে অনুমোদিত হয়।

শেয়ার করুন