তারেক রহমানের সাথে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রোববার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারম্যানের ঢাকার গুলশানস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি, চাঁদপুরের কৃতি সন্তান ড. মো. সবুর খান এবং সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আবেদীন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমিতির পক্ষ থেকে তারেক রহমানের হাতে শোকবার্তা ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। সমিতির নেতৃবৃন্দ বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যুগান্তকারী ও ঐতিহাসিক অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

শেয়ার করুন