দোয়া চাইলেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
মাইজভান্ডার দরবার শরীফের আলা হযরত, আওলাদে রাসুল হযরত শাহসুফি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হাসানী ওয়াল-হুসাইনি (র.) ও মরহুম খলিফা আব্দুল হালিম মুন্সির স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন।
চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড ঢালীর ঘাট আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া সাইফিয়া খানকা শরীফে মঙ্গলবার এশার পর এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-হাইমচর আসনে মোমবাতি মার্কার সংসদ সদস্য প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চান। এ সময় তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে এখন আর দ্বিধাবিভক্তি নেই। রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর সুন্নী জোট নামে আমরা সুন্নীরা এক হয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে আমাকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত করেছে। মোমবাতি মার্কার দাওয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমরা সবাই তরিকতের লোক, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল হযরত মঈনুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনী এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সাইফুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারীর মুরিদ আপনারা। আমি আপনাদের দোয়া চাই।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি খলিফা মাওলানা করিব হোসেন। উপস্থিত ছিলেন মঈনিয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মো. এরশাদ খান, মঈনিয়া খানকা শরীফের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মো. সিরাজ, খানকা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি প্রার্থী মো. সিরাজ ঢালী, খানকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. আরশাদ, যুব ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. রিয়াদ ঢালী, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া-সাইফিয়া নৌ কমিটির সভাপতি মো. মারফত আলী, সাধারণ সম্পাদক মো. মুনছুর আহম্মেদ, খানকার খাদেম মো. আব্দুর ছাত্তার গাছীসহ মঈনিয়া সাইফিয়া ও বিভিন্ন তরিকতের ভক্তবৃন্দ। পরে মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

শেয়ার করুন