- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দিল বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী মানপত্র পাঠ করেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম মিজি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের ব্যাচ ও ফুল দিয়ে সংবর্ধনা দেন সাবেক শিক্ষার্থীরা। এর আগে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিদ্যালয়ের শিক্ষক সালমান হোসেন রাসেল এর প্রাণবন্ত উপস্থাপনায় দীর্ঘ কর্মজীবনের সুখ নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষক আবুল কালাম বকাউল, মোস্তফা কামাল মিয়াজি, শাহ আলম প্রধানীয়া, আবুল হোসেন মুন্সি ও আব্দুল হাই বকাউল এর ছেলে জুয়েল বকাউল।
এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম বালী, মনির হোসেন বকাউল, বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাধা গোবিন্দ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম মিজি, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম পাটওয়ারী, মিনহাজ হোসেন, ডা. বিজয় সরকার, ইয়াছিন মাল, ইকবাল হোসেন দীপু, ইব্রাহিম মিজি, জহিরুল ইসলাম হানিফ প্রমূখ। এসময় বক্তারা বলেন, যেকোনো বিদায় বেদনার ও কষ্টের। বিদায়ী শিক্ষকদের অনুপস্থিতিতে এ বিদ্যালয় শুন্যতা অনুভব করবে। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। আমরা ওনাদের অবসর জীবনের মঙ্গল কামনা করি। তারা আরো বলেন, আমাদের এই শিক্ষকরা তাদের কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তারা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।
পাঁচ শিক্ষকের শিক্ষকতা জীবনের সমাপ্তির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সহকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মনির হেসেন বকাউল, জহিরুল ইসলাম, মুরাদ হোসেন বকাউল, আব্দুর রহিম মিজি, মাসুদ বকাউল, নজরুল ইসলাম বকাউল, শাহাদাত হোসেন, হুমায়ূন কবির, ইকবাল হোসেন দিপু, কাউছার বকাউল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। পরে ফুল সজ্জিত গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেন আয়োজক কমিটি। অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটি ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।