- নিউইয়র্ক প্রতিনিধি
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের কার্যকরী কমিটির এক জরুরি সভা গত ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম মনির।
সভায় সংগঠনের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাকালে অভিযোগ ওঠে যে, প্রধান নির্বাচন কমিশনার পূর্বের রীতি অনুসরণ না করে নিজের সিদ্ধান্তে একজন ব্যক্তিকে ডেকে এনে সভাপতি ঘোষণা করেন, যিনি গত দুই বছর সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। এ সিদ্ধান্ত কার্যকরী কমিটির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে কমিটির মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এমতাবস্থায় কার্যকরী কমিটি জরুরি সভা আহ্বান করে এবং সর্বসম্মতিক্রমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন—প্রধান নির্বাচন কমিশনার আক্তার হামিদ, নির্বাচন কমিশন সদস্য রেজাউর রহমান রাজু ও মকসুদুর রহমান সেলিম।
নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করলে সভাপতি পদে মাহাবুবুর রহমান একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে হাসান মাহমুদ সোহেল মনোনয়ন দেন এবং তাকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।
সভা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের নতুন সভাপতি হিসেবে মাহাবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান মাহমুদ সোহেলের নাম ঘোষণা করেন।