নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে লায়ন্স অক্টোবর সার্ভিস মাস ২০২৫ উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে অক্টোবর সেবা মাস পালনের প্রথম পর্বে চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দ্বিতীয় পর্বে শহরের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম (নাজির খান বাড়ী) মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মোহাম্মদ গোলাম হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক পিপি লায়ন মাহমুদুল হাসান খান।এছাড়াও সেবা মাস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী রবিন,পিপি লায়ন জাকির হোসেন,পি পি লায়ন জিকরুল আহসান,আইপিপি লায়ন মুহাম্মদ খোরশেদ আলম বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদ, লায়ন আলমগীর হোসেন রুবেল, জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. শাখাওয়াত হোসেন, ট্রেজারার লায়ন মোহাম্মদ সৈয়দ হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন ফয়সাল আহমেদ।
শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন। লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ উপলক্ষে সুন্দর আয়োজন করার জন্য আয়োজক পিপি লায়ন মাহমুদুল হাসান খানের প্রতি সায়ন্স ক্লাবের সকল সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।