- শরীফুল ইসলাম
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকা শপথ চত্বরসহ আশপাশের প্রধান সড়কগুলো হকারমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শপথ চত্বর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা হকার্স মার্কেট সড়কের পাশে থাকা ভ্রাম্যমাণ দোকান, ভ্যান ও বিভিন্ন অস্থায়ী হকারকে উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের সৌন্দর্য রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শপথ চত্বর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়ায় এখানে অবৈধ দোকান ও হকারদের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হতো।
পুলিশ সুপার মো. রবিউল হাসান সড়কের পাশে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান, ভ্যান বা হকার বসতে না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে শহরের শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।