- শরীফুল ইসলাম
সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ শুক্রবার (২১ নভেম্বর) চাঁদপুরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এদিন বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর শহরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে অবস্থান করবে জাহাজটি।
আয়োজক সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ দেখতে প্রায় ৭০০ থেকে ৮০০ জন নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, নৌবাহিনীতে আগ্রহী যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
পরিদর্শন চলাকালে দর্শনার্থীরা নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, নৌযান পরিচালনার প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও বিভিন্ন দায়িত্ব পালনের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এতে দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষ অবহিত হবে এবং যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও সশস্ত্র বাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে চাঁদপুরে সশস্ত্র বাহিনী দিবসে আরও দুইবার যুদ্ধ জাহাজটি প্রদর্শন করা হয়। ওই সময়ে জাহাজটি দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করে। বিএনএস অতন্দ্র জাহাজের দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার প্রস্ত ৭ দশমিক ৫০ মিটার। এ জাহাজটির গতি ঘন্টায় সর্বোচ্চ ২৩ নটিক্যাল মাইল। এ জাহাজে ২টি ৩৭ মি:মি: মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান, ২ টি ২০ মি:মি: বিমান বিধ্বংসী কামান রয়েছে। এ জাহাজে ৪৫ জন নাবিক এবং ৫ জন অফিসার রয়েছেন। সাব মিশাইল গান, এন্টি এয়ারক্রাপ্ট গানসহ বেশ কিছু অস্ত্র এতে রয়েছে।
উদ্যোগটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সাব-লেফটেন্যান্ট মোঃ রাজিউর রহমান রিয়ান (এক্স), বিএন। তিনি জানান, দর্শনার্থীদের নিরাপদ ও সুসংগঠিতভাবে জাহাজ পরিদর্শন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল, গাইডলাইন, সহায়তা ও তথ্য প্রদান করতে নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এ জাহাজটি গণচীনের সহযোগিতায় নির্মিত বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ। এটি খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে। জাহাজটি ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌ বাহিনীতে অন্তভুক্ত হয়েছে। প্রতিবছরের মতোই জাতির গৌরবের প্রতীক সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় চাঁদপুরবাসীর জন্য নৌবাহিনী এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ পরিদর্শনের সুযোগ করে দিয়েছে।