চাঁদপুরের ৫টি আসনে বিএনপির এমপি প্রার্থী চূড়ান্ত!

বিশেষ প্রতিবেদক :
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সেই তালিকা প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যে ২টি আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে। সর্বশেষ গতকাল রোববার ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোনো প্রার্থী ঘোষণা না হলেও যে কোনো সময় প্রার্থীদের গ্রিন সিগনাল (সবুজ সংকেত) দেওয়া হবে।

দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ইতিমধ্যে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক গ্রিন সিগনাল পেয়েছেন।

সূত্রগুলো আরো জানায়, চাঁদপুরের অন্য ৩টি আসনেও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দলে বিদ্রোহ ঠেকানো, স্বতন্ত্র প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে, অন্য দলে যোগদান ঠেকানোসহ নানা কারণে আপাতত সব আসনের প্রার্থীকে গ্রিন সিগনাল নাও দেয়া হতে পারে।

সূত্রগুলো আরো জানায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক এমপি ড. আ ন ম এহছানুল হক মিলন অথবা মালয়েশিয়া বিএনপির নেতা মো. মোশারফ হোসেন মনোনয়ন পেতে পারেন। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. জালাল উদ্দিন অথবা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা মনোনয়ন পেতে পারেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান অথবা দলের ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ মনোনয়ন পেতে পারেন। বিশেষ ক্ষেত্রে প্রার্থীতা পরিবর্তনও হতে পারে। তবে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে চাঁদপুর-৫ এবং চাঁদপুর-৪ আসন শরীক অন্য কোনো দলকেও দেওয়া হতে পারে।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গতকাল রোববার রাতে ফেইসবুকে এক পোস্টে জানান, ‘আজ ২৬/১০/২৫ বিকাল ৫টায় বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করার কথা ব্যক্ত করেন। সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি কিন্তু দলীয় বিভিন্ন পর্যায়ের কিছু কিছু নেতা-কর্মী সমর্থক বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজ নিজ পছন্দের ব্যক্তি, নেতাদের পক্ষে মনোনয়ন পাওয়ার বিভ্রান্তি ছড়াচ্ছেন যা দলীয় ঐক্য, সংহতির পরিপন্থি। সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে এবং এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।’

শেয়ার করুন