ফরিদগঞ্জে বিএনপির আহ্বায়ক হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা গভীরভাবে হতাশ। কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা আহ্বান জানাই তৃণমূলের এই দাবি সম্মান জানিয়ে তাঁকেই পুনরায় মনোনয়ন দিতে হবে।
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিএনপির এক গ্রুফের লোকজন টায়ার জ্বালানি সড়কে বিক্ষোভ করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুরোপুরি পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।
উল্লেখ্য, এ সময় মনোনয়নপ্রাপ্ত লায়ন মো. হারুনুর রশিদের নামসহ দলীয় ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যানার ও ফেস্টুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিল।
শেয়ার করুন