মেঘনায় ট্রলার থেকে ২ লাখ মিটার মশারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • মমিনুল ইসলাম 
চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাহাদুরপুর ও মোহনপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বাহাদুরপুর এলাকায় মালবাহী একটি ট্রলার তল্লাশি করে ২ লাখ মিটার অবৈধ মশারী জাল জব্দ করা হয়। একই সময়ে মোহনপুর এলাকা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। মাঠ পর্যায়ে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক।
সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মশারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো জাটকা ছাড়াও ছোট মাছ ধ্বংস করে মাছের বংশবিস্তারে মারাত্মক প্রভাব ফেলে। তাই নদীপথের পাশাপাশি স্থলপথেও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান আরও কঠোরভাবে চলবে। জাটকা ধরা, পরিবহন বা বিক্রির ক্ষেত্রে কারও প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণেরও সহযোগিতা প্রয়োজন।
শেয়ার করুন