ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে তাঁর বৃত্তি এবং অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি লুইজিয়াানা লাফায়েটে গবেষণা অধ্যাপক পদে ৩ বছরের জন্য অনুমোদিত গবেষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইউনিভার্সিটি লুইজিয়াানা লাফায়েটের গবেষণা, উদ্ভাবন এবং অর্থনৈতিক উন্নয়নের ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা একটি পত্রে এ নিয়োগ নিশ্চিত করা হয়েছ।
এ নিয়োগের ফলে একজন গবেষণা অধ্যাপক হিসেবে ড. মো. শাহজাহান বিভিন্ন গবেষণা প্রকল্পে গবেষক সম্প্রদায়ের কাজে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবেন। উপরন্তু, তাকে ছাত্রদের থিসিস/প্রবন্ধ কমিটিতে কাজ করার জন্য দায়িত্ব দেয়া হবে।
ড. মো. শাহজাহান ১৯৯২ সালে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে বৈজ্ঞানিক কর্মকর্তা, চাইল্ড সাইট ফাউন্ডেশনে সিনিয়র গবেষক, বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।