নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার লক্ষ্যে গত মঙ্গলবার (২৮ মে) তার ফরিদগঞ্জস্থ নিজ বাড়িতে আসেন। দীর্ঘ সময় তিনি বাড়িতে অবস্থানকালে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও বিভিন্ন স্তরের জনসাধারণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে আসেন। পরে নির্বাচন স্থগিতের বিষয়টি জেনে ওইদিনই তিনি ঢাকায় চলে যান। নির্বাচনের তারিখ পুনরায় ঘোষণা হলে তিনি ভোট প্রদানের জন্য আসবেন বলে জানান।
নেতা-কর্মী-সমর্থকসহ জনসাধারণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। ফরিদগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আমার অনুরোধ আপনারা সবাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই স্বপরিবারে নিজ নিজ কেন্দ্রে যেয়ে ভোট দিবেন।