শরীফুল ইসলাম :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশের তথ্য মতে, কঠোর লকডাউন বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা প্রথম থেকেই দায়িত্ব পালন করে আসছেন। মহামারী করোনায় চাঁদপুর শহরে সচেতনতার লক্ষ্যে কাজ করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ। এর মধ্যে গত দুইদিন ধরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ প্রদান করেন। পরীক্ষার করার পরে তার করোনা পজেটিভ আসে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, হঠাৎ করেই অসুস্থতা বোধ। বুধবার করোনা টেষ্ট করার পর রাতে রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা ভালো নয় দেখে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ স্যার আমাকে চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন। আমি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছি।