নিজস্ব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলেমান প্রধান (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে- মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার নিজ বাড়ি বহরী গ্রামে।
মোঃ সোলেমান প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আওলাদ হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।