কুমিল্লা বিভাগের নাম হবে ‘মেঘনা’ : কুমিল্লার চেয়ে চাঁদপুর নাম আরো ভালো : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লা অঞ্চলের প্রস্তাবিত বিভাগের নাম হবে ‘মেঘনা’। মেঘনা নদীর নামানুসারে এই নামকরণ করা হবে। তিনি আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বাবরবার এই বিভাগরে নাম কুমিল্লা করার প্রস্তাব করলে প্রধানমন্ত্রী বলেন, তাহলে অন্য জেলাগুলো এই বিভাগ থাকতে চাইবে না। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মনবাড়িয়া সবাই তো নিজ নিজ জেলার নাম চাইবে। চাঁদপুর নাম তো আরো ভালো। তাই আমরা এই বিভাগের নামকরণ করবো মেঘনা বিভাগ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)