সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়া সমাজসেবা কর্মকর্তা আক্তার উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগের উস্থাপনের পর অবশেষে তাকে বদলি করা হয়েছে। তার স্থলে হাজীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হেসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সোমবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে কচুয়া সমাজসেবা কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধানকে তার কর্মস্থল থেকে কুমিল্লা জেনারেল হাসপাতালের সমাজসেবা কার্যালয়ে বদলী করা হয়।
পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজসেবা কর্মকর্তা আকতার উদ্দিনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভাতার কার্ডসহ বয়স্ক বিধবা কার্ডে অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশ পায়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত করেন।