শিমুল হাছান :
এসিড নিক্ষেপের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদগঞ্জের মো. কামাল হোসেন ওরফে জুতা কামালকে র্যাব-৭ (চট্টগ্রাম) এর একটি টিম শাহারাস্তি থেকে শুক্রবার আটক করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. একরামুল হক ও এএসআই মো. আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের র্যাব কার্যালয় থেকে শনিবার গ্রহণ করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেন ওরফে জুতা কামাল ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া এলাকার রাজ্জাক পাটোয়ারী বাড়ির রসুল করিমের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে র্যাব-৭ এর সহায়তায় আটক করে ২ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে।