চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উদ্ভাবনী পুরস্কারে ভূষিত

নিজস্ব প্রতিবেদক :
উদ্ভাবনে অসামান্য অবদানের মাধ্যমে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে উদ্ভাবনী পুরস্কার-২০২০-২১ প্রদান করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তাকে এই পদকে ভূষিত করেছে।

মঙ্গলবার (২৯ জুন) মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অঞ্জনা খান মজলিশ চাঁদপুরে যোগদানের পূর্বে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি সড়ক ও জনপদের কর্মকর্তাগণ যাতে অনলাইনে তাদের এসিআর আপলোডের তথ্য জানতে পারেন- এই ইনোভেটিভ আইডিয়া দেন। আইডিয়াটি বাস্তবে রুপান্তরে কাজ করেন।

সেই আইডিয়া সফলভাবে বাস্তবায়িত হওয়ায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম তার হাতে একটি সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে একটি মোবাইল সেট তুলে দেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)