আমান উল্যা আমান :
চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক চাপায় সিএনজি-অটোরিক্সা চালক মজিবুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সিএনজি-অটোরিক্সা চালকসহ দু’জন আহত হয়েছে। চালক পালিয়ে যায়। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মজিবুর রহমান রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের আবুল বাসারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত মজিবুর রহমান তার সিএনজি-অটোরিক্সায় যাত্রীর জন্য অপেক্ষারত অবস্থায় বিপরীত দিক থেকে আসা ট্রাক (চট্ট-মেট্রো-১১-০৭৮৯) মজিবুরকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সিএনজি-অটোরিক্সা চালক লিটন (৪৪) ও যাত্রী সাইফুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহাম্মেদ চৌধুরী একজন নিহত ও দু’জনকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করাসহ ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।