চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে আহত রুবেল শাহ মারা গেছে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে আহত রুবেল শাহ মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকার শ্যামলী এলাকার রেমেডি কেয়ার নামের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ মার্চ সন্ধ্যায় পুলিশের তালিকায় একাধিক মামলার আসামি রুবেল শাহকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়ায় অভিযান চালায় একদল পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, আসামি রুবেল শাহকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর চাকু নিয়ে হামলার চেষ্টা করে সে। এতে আত্মরক্ষায় পুলিশ পিস্তলের গুলি ছুড়লে তাতে রুবেল শাহ আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় রুবেল শাহকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবশেষ গুরুতর আহত রুবেল শাহকে মিরপুর সড়কের শ্যামলী এলাকায় রেমেডি কেয়ার নামে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত রুবেল শাহ’র ছোট ভাই মুরাদ শাহ অভিযোগ করেন, তার ভাইকে বিনা কারণেই পুলিশ গুলি করেছিল। যে কারণে এখন ভাই মারা গেছে। তিনি আরো জানান, রুবেল শাহর পিঠের ডান পাশ দিয়ে গুলি ঢুকে বুকের সামনে দিকে বের হয়ে যায়। তার দাবি, রুবেল শাহর বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে দু’টি মামলা ছিল। সেগুলোও নিষ্পত্তি হয়। তবে অন্য মামলা সম্পর্কে মুরাদ শাহ কিছুই জানেন না বলে জানান।

সুরতহাল প্রতিবেদন তৈরি ও পুলিশের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার গ্রামের বাড়িতে মৃত রুবেল শাহ লাশ নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)