শরীফুল ইসলাম :
চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। শনিবার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
নৌ-পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে আরো ৪/৫দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পুরো শরীরে পচন ধরেছে। অজ্ঞাত যুবকের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। যুবকের দেহে পচন ধরায় ভালোভাবে মুখের আকৃতি চেনা যাচ্ছে না। আর আমাদের কাছে ইদানিং সময়ের কোন নিখোঁজ সংবাদও নেই। মরদেহ শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হবে।