চাঁদপুরের হরিনা ফেরিঘাটে জোয়ারের পানিতে যানবাহন পারাপার বিঘ্নিত

মোরশেদ আলম :
চাঁদপুরের হরিনা ফেরিঘাটে জোয়ারের বাড়তি পানিতে ফেরিতে যানবাহন পারাপার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ভরা জোয়ারে কিছু সময়ের জন্য যানবাহন উঠা-নামা বন্ধ রাখতে হয়।

এবার বর্ষার শুরুতেই হরিনা ফেরিঘাটে জোয়ারের পানিতে ঘাট এলাকা ১-২ ফুট পানিতে তলিয়ে যাচ্ছে। জোয়ারের পানিতে ফেরিঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভাটায় পানি কিছুটা কমলে তারপর যানবাহন পারাপার করতে হয়।

সোমবার দুপুরে চাঁদপুরে হরিনা ফেরিঘাটে যেয়ে দেখা যায়, ভাটায় পানি কিছুটা কমে যাওয়ায় ফেরিতে যানবাহন হাটু পানির মধ্যে দিয়ে উঠা-নামা করছে। এর আগে জোয়ারের সময় দীর্ঘ সময় যানবাহন পারাপার বন্ধ ছিল।

চট্টগ্রাম থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা গাড়িচালক জহির বলেন, আমি প্রতি মাসে এই ঘাট দিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাই। এই বর্ষায় এসে দেখি এই পাড়ে ফেরিতে উঠার জায়গায় বেশ পানি জমে আছে। পানি কমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

ওই এলাকার নাজমুল হাসান জানান, প্রতিবছর বর্ষার শুরু হলেই ফেরিঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জোয়ারের সময় ফেরিঘাটে পানি বেশি থাকলে ফেরি বন্ধ হয়ে যায়। আবার পানি কমলে যান চলাচল শুরু হয়। এটার স্থায়ী সমাধান চায় এলাকাবাসী।

হরিনা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী বলেন, জোয়ারে পানি বৃদ্ধি পেলে আমাদের ঘাটের পাশে আরেকটি পন্টুুন আছে সেটাকে বিকল্প হিসেবে ব্যবহার করি। আর ভাটার সময় এখানে হাটু পানির মধ্যেই যানবাহন চলাচল করে। আমরা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছি। অচিরেই আমাদের এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করি।

শেয়ার করুন

মন্তব্য করুন