চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মাদ্রাসার অধ্যক্ষের মৃত্যু

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমানের (৫৮) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার মাগরিবের নামাজের সময় তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ২নং ওয়ার্ডের বলাখাল গ্রামের নিজ বাড়ি জমজম ভিলায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া…রাজিউন)।

বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে মরহুমের পৈত্রিক গ্রাম ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মজুমদার বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ওই বাড়ির মরহুম আফছার উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে মো. সিয়াম জানান, গত চার-পাঁচ দিন ধরে তার বাবা অধ্যক্ষ মো. শফিকুর রহমান সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার থেকে তার খুব বেশি কাশি দেখা দেয়। বুধবার তার শ্বাসকষ্ট দেখা দিলে অচেতন হয়ে পড়লে বাসায় চিকিৎসক নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)