শিমুল হাছান :
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ এবং হাইমচরের চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৮ নভেম্বর এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের (স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৬.২২-৭০০)
এক পত্রে এই তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, বাছাই ৭ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, এই দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এই নির্বাচনে কে কে হবেন নৌকার প্রার্থী- এমন মন্তব্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের দলে পরিণত হয়েছে।