চাঁদপুরের ৪০টি গ্রামে মঙ্গলবার রোজা পালন শুরু

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে চাঁদপুরের ৪০টি গ্রামে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা এভাবে আগাম রোজা এবং দু’টি ঈদসহ অন্যান্য ধর্মীয় দিবস উদযাপন আসছে দীর্ঘদিন ধরে।

১৯২৮ সাল থেকে এই দরবার শরীফের প্রথম পীর মাওলানা ইসহাক (রা.) এই দেশে চন্দ্রমাস হিসেব করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন এবং সেই হিসেবে দু’টি ঈদ উদযাপন শুরু করেন। এরপর তার অনুসারীরা এই ধারাবাহিকতা মেনে চলেছেন।

আগাম রোজা পালনকারী ফরিদগঞ্জের গল্লাক এলাকার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার থেকে তারা পবিত্র রোজা পালন শুরু করবেন। সেই জন্য সোমবার দিবাগত রাতে এশার নামাজের পর তারাবিহ এবং ভোর রাতে সেহরি খাবেন।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর এবং শাহরাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে এভাবে পবিত্র রোজা পালনের সব প্রস্তুতি নিয়েছেন সাদ্রা দরবার শরীফের এসব অনুসারীরা। তারা ঈদও পালন করছেন সৌদি আরবের সাথে মিল রেখে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)