নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ৫টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তথা লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি ও জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ডা. একেএম শহীদুল ইসলাম।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তথা লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তথা লাঙ্গল প্রতীক পেয়েছেন জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহসীন খান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তথা লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ রশিদ (সুমন)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির মনোনয়ন তথা লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ওমর ফারুক।