নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হবে আজ রোববার অথবা আগামীকাল সোমবার। শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ টিকা দেওয়া শুরুর সময় নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, যদি আগের এমএসএস-এর ভিত্তিতে দ্বিতীয় ডোজ দেওয়া যায় তাহলে রোববার থেকেই তা দেওয়া শুরু হবে। আর যদি নতুন করে এসএমএস দিতে হয় তাহলে সোমবার থেকে শুরু হতে পারে। রোববার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
তিনি আরো জানান, অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য চাঁদপুরের মোট ৭৭ হাজার জন রেজিস্ট্রেশন করেছিলেন। তাদের জন্য ২ ডোজে ১ লাখ ৫৪ হাজার টিকার প্রয়োজন ছিল। এর মধ্যে টিকা পাওয়া গিয়েছিলেন ১ লাখ ৬ হাজার। প্রথম ডোজ হিসেবে ৬০ হাজার জন ও দ্বিতীয় ডোজ হিসেবে ৪৬ হাজার জন টিকা নিয়েছিলেন।
সিভিল সার্জন জানান, নতুন আসা অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার টিকা শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণকারীরা দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন। শুক্রবার পাওয়া গেছে ১২ হাজার ডোজ টিকা। তারপরও ২ হাজার জনকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না এখন। পরবর্তীতে প্রাপ্তি সাপেক্ষে বাকী থাকা লোকদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আর প্রথম দিকে রেজিস্ট্রেশন করেও যারা টিকা নেননি তাদেরকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।